চাঁপাইনবাবগঞ্জে আদালতের নির্দেশে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে আদালতের নির্দেশে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবার) বিকালে আদালত এলাকায় রোড রোলারে পিষে ও আগুনে পুড়িয়ে মাদকগুলো ধ্বংস করা হয়।
ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন- অতিরিক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উজ্জল মাহমুদ।
আদালত সূত্রে জানা গেছে, নিষ্পত্তি মামলায় ও তদন্তাধীন মামলায় ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে- ফেন্সিডিল ৭৫৯ বোতল, গাঁজা ৭৭ কেজি ৪৩৪ গ্রাম, বিদেশী মদ ১০৫টি বোতল, চোলাই মদ ২৮৮ লিটার ২০০ মি.লি.
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মামলায় জব্দকৃত মাদক ধ্বংসের নির্দেশনা অনুযায়ী এ বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন