বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটিতে ইবনুল সাঈদ রানা নির্বাচিত
প্রতিনিধি: মো. আনোয়ার হোসেন
ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫:
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির নদী, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইবনুল সাঈদ রানা।
তিনি দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে কাজ করে আসছেন। দেশব্যাপী তালবীজ রোপণসহ নানামুখী সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের প্রচারে অবদান রেখে চলেছেন।
সংগঠনের পক্ষ থেকে তার এই নির্বাচনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, ইবনুল সাঈদ রানা দায়িত্বশীলভাবে তার অর্পিত দায়িত্ব পালন করবেন এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন।
রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদের উপর জনগণের মালিকানা চাই এই মূল আদর্শ ও শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন