গোমস্তাপুরে সাংবাদিকের মধ্যে হাতা-হাতি
৩ সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কলোনি মোড় নাহিদ পেপারের দোকানে মূল ধারার সাংবাদিক দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার ক্রাইম রিপোর্টার দুলাল আলীকে অতর্কিতভাবে হামলার অভিযোগ উঠেছে গোমস্তাপুরের তিন সাংবাদিকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার দুলাল আলী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর/২০২৫ ইংরেজী রবিবার দুপুর ১২.৪০ মিনিটের সময় রহনপুর ডাকবাংলাপাড়া নাহিদ পেপার হাউসে সাংবাদিক নাহিদের সাথে জরুরী কথা বলাবলি হচ্ছিছিল দুলালের, এমন মুহুর্তে তার নাম ধরে ১নং বিবাদীসহ অন্যান্য বিবাদীগণ বলে এই দুলাইলা বেজন্মা, জারজ বলে অশ্লীল ভাষায় গালিগালাজও মারমুখি আচরণ করে এবং সাংবাদিক দুলালের শরীরে ধাক্কাধাক্কি করে। পূর্ব পরিকল্পিতভাবে অভিযোগে বর্নিত বিবাদীগণ অত্র এলাকার ক্রিমিনাল ও উপজেলার বিভিন্ন দপ্তরে তারা সাংবাদিক দুলালের বিরুদ্ধে ও মানহানিকর বক্তব্য করা তাদের কাজ। যে কোন প্রকার অসামাজিক কর্মকান্ডের সহিত জড়িত থাকাও তাদের চরিত্রের বৈশিষ্ট্য রহিয়াছে। যথাক্রমে বিবাদীগণ (১) নুর মোহাম্মদ (২) আলাউদ্দীন পারভেজ (৩) সামিরুল ইসলাম।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীগণ গত ১৩/১০/২০২৫ ইংরেজী রোজ সোমবার দুপুর ১২.০০ হইতে ১.০০ টা পর্যন্ত উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে দুলালের বিরুদ্ধে বর্নিত বিবাদীগণ অভিযোগের বাদি কে নিয়ে তার বিরুদ্ধে নাম উল্লেখ করে সমালোচনা, কটুক্তি, ভাবমূর্তি নষ্টসহ দৃষ্টি গোচর করেছে এবং সিসি ফুটেজ ও ভয়েস রেকর্ডসহ আইনানুগ ব্যবস্থা ক্ষেত্রে
লিখিত আবেদন করেন দুলাল।
এ ঘটনায় ভুক্তভোগী জেলা ক্রাইম রিপোর্টার সাংবাদিক দুলাল বলেন, আমি উপজেলা থেকে আসার পথে দুপুরে ডাক বাংলাপাড়া মোড়ে নাহিদ পেপার দোকানে বসে কথা বলছিলাম, সে সময় হঠাৎ করে সাংবাদিক নুর মোহাম্মদ, সামিরুল ও আলাউদ্দীন পারভেজ প্রকাশ্যে আমার উপরে ধাক্কাধাক্কি গালিগালাজসহ জান-প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করেন। তাই এ ঘটনা নিয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত ওসি ওদুদ আলম জানান, হাতাহাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন