সন্ধানে বাংলাদেশ সংবাদ



 চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক 'কীট পরিদর্শন প্যারেড' অনুষ্ঠিত, অতিরিক্ত পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান



মোঃ মিনারুল ইসলাম

 চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি



বাংলাদেশ পুলিশের একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে নিজেদের পেশাদারিত্ব ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক 'কীট পরিদর্শন প্যারেড' অনুষ্ঠিত হয়েছে।



আজ রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ তারিখ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



সকাল ০৮:৩০ ঘটিকায় শুরু হওয়া এই প্যারেডে অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা।



সালামী গ্রহণ শেষে তিনি প্যারেডে অংশ নেওয়া অফিসার-ফোর্সদের ব্যক্তিগত 'কীট সামগ্রী' (পোশাক, সরঞ্জামাদি ও ব্যবহৃত উপকরণ) নিবিড়ভাবে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সামগ্রিক মান ও শৃঙ্খলার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়।



পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি প্রাপ্যতার প্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পোষাক ভান্ডার থেকে দ্রুততার সাথে মালামাল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে নির্দেশ দেন। 



এছাড়াও, মালামাল সংক্রান্ত কোনো সমস্যা পরিলক্ষিত হলে তা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগ করে সমাধানের জন্য তিনি পরামর্শ দেন।



কীট সামগ্রী পরিদর্শন এবং সালামী গ্রহণ পর্ব শেষে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় বাহিনীর শৃংখলা, 



ড্রেসরুলস মেনে পূর্ণাঙ্গ পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহার করা।



তিনি মনে করিয়ে দেন যে, পুলিশ সদস্যদের পোশাক ও আচরণে সর্বদা পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রতিফলন থাকা জরুরি, যা বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক।



এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা; জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।



মাসিক এই কীট পরিদর্শন প্যারেডের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত শৃঙ্খলা, পোশাকের পরিচ্ছন্নতা ও সরকারি সরঞ্জামাদির সঠিক ব্যবহার সম্পর্কে আরও সচেতন হন, যা তাদের পেশাগত দক্ষতা ও জনসাধারণের প্রতি সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Post a Comment

أحدث أقدم