তাহিরপুর যাদুকাটার পাড়ে বালু লুট মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ
আমির হোসেন স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে মানববন্ধন করেছে লাউড়েরগড় গ্রামের অন্তত: ৫ শতাধিক মানুষ। তারা মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে এই মানববন্ধন করেন। গতকাল বিকেল ৪টায় লাউড়েরগড় এলাকায় যাদুকাটা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইজারাদার কর্তৃক অবৈধভাবে নদীর পাড় কেটে বালু লুট করে নিয়ে লাউড়েরগড় এলাকাবাসীর নামে গণহারে মিথ্যা মামলা দিয়েছে। অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
বক্তারা বলেন, প্রশাসনের সদিচ্ছা থাকলে কেউ নদীর পাড় কেটে নিতে পারবে না। স্থানীয় প্রশাসনকে
অবৈধভাবে নদীর পাড় কেটে বালু লুট এবং একই অভিযোগে মিথ্যা মামলায় হয়রানি বন্ধের দাবিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামের ৫ শতাধিক মানুষ সেখানকার যাদুকাটা নদীর তীরে মানববন্ধন করে
إرسال تعليق