সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



ছাত্রনেতা থেকে হাওরবন্ধু — কামরুলের রাজনৈতিক পথচলা


আহম্মদ কবির,তাহিরপুর 

সুনামগঞ্জ-১ আসনের আলোচিত তরুণ নেতা কামরুলের রাজনৈতিক যাত্রা যেন অনুপ্রেরণার এক গল্প। ছাত্রজীবন থেকে শুরু করে হাওরের মানুষের আপনজন হয়ে ওঠা—সবকিছুই যেন পরিকল্পিত নয়,বরং সময়ের প্রয়োজনে গড়ে ওঠা এক নেতৃত্ব।



রাজনীতির বীজ বপন হয় কামরুলের ছাত্র রাজনীতি থেকেই। তখন তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সোচ্চার ছিলেন। শিক্ষা অধিকার,গণতন্ত্র প্রতিষ্ঠা ও ছাত্রদের দাবি আদায়ে তিনি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। এতে তিনি সহপাঠী ও সিনিয়র নেতাদের কাছে দ্রুত আস্থাভাজন হয়ে ওঠেন।ধীরে ধীরে ছাত্ররাজনীতি শেষ করে কামরুল সরাসরি মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন। স্থানীয় সমস্যাগুলো সমাধানে তার সরব উপস্থিতি, মানববন্ধন,বিক্ষোভ, সচেতনতা কর্মসূচি—সবকিছুতেই ছিল তার সক্রিয় ভূমিকা। এতে তিনি অল্প সময়েই স্থানীয় নেতাদের নজরে আসেন এবং ধীরে ধীরে দলীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন।রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও তিনি ছিলেন হাওরের মানুষের কাছে ভরসার জায়গা। বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগে সবসময় জনগণের পাশে থেকে দুর্যোগ মোকাবেলায় অংশ গ্রহণ করেছেন।এসব কাজ তাকে জনপ্রিয় করে তোলে। এজন্যই স্থানীয়দের কাছে হাওরবন্ধু হিসেবে পরিচিতি লাভ করে।তৎকালীন ক্ষমতাসীন দলের দলীয় প্রভাব ও কালো টাকার পাহাড় ডিঙ্গিয়ে দলমত নির্বিশেষে স্থানীয় মানুষের আন্তরিক ভালবাসায় বিপুল ভোটের ব্যবধানে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে একটি ঐতিহাসিক রেকর্ড স্থাপন করেছিলেন। 


স্থানীয়দের মতামতের ভিত্তিতে জানাযায় কামরুলের নেতৃত্বে তরুণদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তিনি শুধু দলীয় কর্মীদের নয়, সাধারণ তরুণদেরও রাজনীতিতে আগ্রহী করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সক্রিয় থেকে তরুণদের সাথে সরাসরি যোগাযোগ রাখেন। রাজনীতিতে ধারাবাহিক সক্রিয়তা এবং মানুষের সাথে নিবিড় সম্পর্কের কারণে তিনি এখন সুনামগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়নের অন্যতম প্রত্যাশী।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে,তরুণ নেতৃত্বের শূন্যতা পূরণে কামরুল বড় ভূমিকা রাখতে পারেন। তার জনপ্রিয়তা দলকে মাঠপর্যায়ে শক্তিশালী করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।


তবে জনপ্রিয়তার পাশাপাশি তাকে মোকাবিলা করতে হচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নানা অপপ্রচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু কামরুল এসব নিয়ে বিচলিত নন। তার ভাষায়,মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

মোবাইল ০১৭২৫৭২৪৬০০

Post a Comment

أحدث أقدم