সন্ধানে বাংলাদেশ সংবাদ



 বেলকুচিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত


আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১ সেপ্টেম্বর) বাদ এশা উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়া আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কাইয়ুম ভুইঁয়া।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডা. মাহমুদুল হাসান (শুভ)।


এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা ও গণতন্ত্রে তাঁর অবদান এবং বিএনপির প্রতিষ্ঠার তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, "বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের বর্তমান ক্রান্তিকালে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"


অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক অন্তর, বেলকুচি পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোয়াদ্দার, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।



উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠার ঘোষণা দেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Post a Comment

أحدث أقدم