সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



দিনাজপুরে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সফল করার লক্ষ্যে পৌর বিএনপির ১২ টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 


মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার দিনাজপুর পৌর বিএনপির ১২ টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া -এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল-এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি'র সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকারম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, দিনাজপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখতিয়ার আহমেদ কোচি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মরহুম খুরশীদ জাহান হক-এর সুযোগ্য পুত্র শাহরিয়ার আক্তার হক ডন, জাতীয়বাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন খান, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল ইসলাম, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম ও মোহাম্মদ আলী। এছাড়াও আয়োজিত প্রস্তুতিমূলক সভায় দিনাজপুর পৌর বিএনপি'র ১২টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন।

Post a Comment

أحدث أقدم