সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



তাহিরপুরের লাউড়ের ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা 


স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার লাউড়ের ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে যেসব সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত। কতিপয় অশিক্ষানুরাগী ব্যক্তিবর্গ একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন অপপ্রচার শুরু করেছেন বলে দাবি এলাকার শিক্ষানুরাগী লোকজনের।জানা গেছে উক্ত বিদ্যালয়ের শিক্ষকদের ঘাটতি থাকায় আগের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লেখাপড়া মান বৃদ্ধির লক্ষ্যে কজন শিক্ষক নিয়োগ করা হয়। এদের বেতন ভাতা সরকার থেকে দেয়া হয় না। শিক্ষার্থীদের কাছ থেকে ২০/৩০ টাকা হারে নিয়ে এসব প্যারা শিক্ষকদের দেয়া হয়। এই টাকা কখনো শিক্ষকদের বেতন ভাতা হিসেবে নেয়া হয় না। কাজেই একটি বিদ্যালয়ের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করা আদৌ উচিত হয়নি। উল্লেখ্য বিদ্যালয়ের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ থাকায় বিষয়টি গোলাটে হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের সংবাদ প্রকাশ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমি এহেন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Post a Comment

أحدث أقدم