বাগমারা'য় উকিলের দাপট দেখাতে গিয়ে গণধোলাই খেলো-মহুরী
স্টাফ রিপোর্টার-
রাজশাহী'র বাগমারা'য় উকিলের দাপট দেখাতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক মহুরী। বুধবার (১১ জুন) রাতে উপজেলার ঝিকরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।গণধোলাইয়ের শিকার সাজেদুর রহমান (২৮) ঝিকরা ইউনিয়নের পিরোলী সেনোপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী জর্জ কোর্টের এক উকিলের মহুরী হিসেবে কর্মরত।স্থানীয়রা জানান,উকিলের ছায়া পেয়ে এলাকায় দ্বিতীয় উকিলের মতো আচরণ করতেন সাজেদুর। স্থানীয়দের অভিযোগ, তিনি চাঁদাবাজি ও নানা অপকর্মে জড়িয়ে পড়েন। সম্প্রতি তিনি কালীগঞ্জ বাজারের নাইটগার্ড বেলাল উদ্দীনকে বিনা কারণে মারধর করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।
এরপর থেকেই সাজেদুর বাজারে যাওয়া বন্ধ করে দেন। তবে বুধবার রাতে তিনি বাজারে এসে উকিলের প্রভাব দেখিয়ে আবারও মাস্তানির চেষ্টা করেন। তখনই ক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাকে গণধোলাই দেন। একপর্যায়ে তিনি দৌঁড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান।
পরবর্তীতে সাজেদুর রহমান নিজেই বাদী হয়ে নাইটগার্ড বেলালসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন,
নাইটগার্ডকে মারধরের অভিযোগ রয়েছে সাজেদুরের বিরুদ্ধে। ওই ঘটনার জেরেই স্থানীয়রা বুধবার তাকে মারধর করে।
উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন