সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাসের উপস্থিতে PWD আর্থিক সহযোগিতায় দক্ষিণ বারাশত বাসস্ট্যান্ড থেকে ময়দার মোড় পর্যন্ত পেপার ব্লক রাস্তার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন 


মোমিন আলি লস্কর জয়নগর:-

জয়নগর বিধান সভার জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জয়নগর বিধান সভার বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাসের ঐকান্তিক প্রচেষ্টায় PWD দপ্তরের আর্থিক সহযোগিতায় দক্ষিণ বারাশত বাসস্ট্যান্ড থেকে ময়দার মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা সাড়ে ছয় কোটি টাকা ব্যায়ে  আজ শুভ আনুষ্ঠানিক উদ্বোধন হল।

এতদিন ঢালাই বা পিচ দিয়ে রাস্তা তৈরি ও সংস্কারের কাজ করে এসেছে জেলা পরিষদ, পঞ্চায়েত দপ্তর এবং PWD আর্থিক সহায়তায়। এ বার তাতে বদল আনল জয়নগর বিধান সভায় হরি নারায়নপুর অঞ্চল ও দক্ষিণ বারাশত অঞ্চল, ময়দা অঞ্চল। রাস্তা সংস্কারের কাজে ব্যবহার করা হবে পেপার ব্লক। জয়নগর বিধান সভার জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাশত বাসস্ট্যান্ড থেকে ময়দা মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা সাড়ে ছয় কোটি টাকা ব্যায়ে সম্প্রতি একটি বেহাল দশা অবস্থা  রাস্তা সংস্কারের কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের সূচনা করলেন জয়নগর কেন্দ্রের মানবিক বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস।   দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার এই রাস্তা জুড়ে বসানো হয়েছে পেপার ব্লক। বিধায়ক সূত্রে জানা গিয়েছে, এর জন্য খরচ হয়েছে সাড়ে ছয় কোটি টাকা। জয়নগর বিধান সভার মানবিক বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস বলেন,  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় PWD দপ্তরের আর্থিক সহযোগিতায় দক্ষিণ বারাশত বাসস্ট্যান্ড থেকে ময়দার মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা সাড়ে ছয় কোটি টাকা ব্যায়ে পেপার ব্লক রাস্তার শুভ উদ্বোধনের সূচনা অনুষ্ঠিত হল।‘সাধারণ ঢালাই রাস্তা না করে পেপার ব্লক দিয়েই রাস্তাটি সংস্কার করা হচ্ছে। এতে রাস্তাটির সৌন্দর্য যেমন বাড়ছে, তেমনই মজবুতও হবে।সম্প্রতি রাস্তায় পেপার ব্লকের ব্যবহারে গুরুত্ব বাড়ছে। তিনি বলেন পিচের রাস্তা করি কিন্তু এক দু বছরের মধ্যে খারাপ হয়ে যায় ।এই রাস্তা টি অত্যন্ত জনবহুল রাস্তা। বারুইপুর পূর্বের বিধানসভার ৩-৪ টি অঞ্চলের  মানুষ জন এবং আমার বিধানসভার ৬ -৭ টি অঞ্চলের লোক এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। ফলে অত্যন্ত ভারী মালবাহী গাড়ি যাওয়া আসা করার জন্য বর্ষাকালে পিচের রাস্তা খারাপ হয়ে যায়। সেই কারণে সেই দিকে লক্ষ্য রেখে এলাকার মানুষের চাহিদার জন্য এলাকার মানুষের বিবেককে মাথায় রেখে এই রাস্তাটি পেপার ব্লক রাস্তাটি আনুষ্ঠানিকভাবে 

গোঁড়ের হাটের চৌথা মোড়ে নারিকেল ফাটিয়ে এই  পেপার ব্লক  রাস্তাটির 

শুভ উদ্বোধনের সূচনা করলাম আজ। তিনি বলেন এটি পেপার ব্লক রাস্তা সাড়ে তিন কিলোমিটার কমপ্লিট করতে  কমপক্ষে চার মাস সময় লাগবে ।আশা করি আমি টার্গেট নিচ্ছি পুজোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এজেন্সি বলেছেন আমি চেষ্টা করব পুজোর মধ্যে এই কাজ টি শেষ করার। এছাড়া তিনি এই সভাস্থল থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়নগর কেন্দ্রের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন দক্ষিণ বারাশত থেকে কেল্লা, দক্ষিণ বারাশত থেকে রাজাপুর করাবেগ এলাকায় প্রচুর পরিমাণে পেসেঞ্জার ,ভারী গাড়ি সহ একাধিক বিভিন্ন গাড়ি হাত থেকে রাস্তা বাঁচাতে পেপার ব্লক ব্যবহার করতে চলেছে পূর্ত দপ্তর। বিধায়ক সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বারাশত বাসস্ট্যান্ড থেকে ময়দার মোড় পর্যন্ত অত্যাধিক পরিমাণে বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে থাকে সেই সুবাদে আমি নিজে পিচের রাস্তা পরিবর্তে পেপার ব্লক বসানোর বিষয়েই চিন্তাভাবনা করে ছিলাম এবং আজ তার আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের সূচনা করলাম। সাধারণ রাস্তার থেকে পেপার ব্লক রাস্তা বেশি টেকসই বলে জানা গিয়েছে। অন্য দিকে, জয়নগর বিধান সভার কালীবাড়ি মন্দির অন্যতম ১০০বছরে অধিক ধর্মস্থান  মন্দির রয়েছে। বহু মানুষ এই মন্দিরে আসেন প্রত্যেকদিন।

এতদিন ঢালাই বা পিচ দিয়ে রাস্তা তৈরি ও সংস্কারের কাজ করে এসেছে পঞ্চায়েত দপ্তর,PWD দপ্তর। রাস্তা সংস্কারের কাজে ব্যবহার করা হল পেপার ব্লক। 

সাধারণ ঢালাই রাস্তা না করে পেপার ব্লক দিয়েই রাস্তাটি সংস্কার করা হতে চলেছে। এতে রাস্তাটির সৌন্দর্য যেমন বাড়ছে, তেমনই মজবুতও হচ্ছে।’সম্প্রতি রাস্তায় পেপার ব্লকের ব্যবহারে গুরুত্ব বাড়ছে।হরিনামপুর অঞ্চলের প্রধান সুজাউদ্দিন শেখ এই মহতি অনুষ্ঠানের উপস্থিত হয়ে বলেন জয়নগর বিধানসভার সমস্ত এলাকা জুড়ে যে উন্নয়ন করেছে তা বলে শেষ করা যাবে না। তিনি উদাহরণসহ বলেন আমার অঞ্চলের মধ্যে একটি উল্লেখযোগ্য হাট বাজার কেন্দ্র হল গোঁড়ের হাট ।এই হাটে বহুদূর থেকে মানুষ জন ক্রয়বিক্রয় করতে আসে । কিন্তু এই হাটের মধ্যে ব্যাবসায়ীদের ও ক্রেতাদের ভীষণ অসুবিধা হয়। কারন বৃষ্টির জল হলে হাটের বিভিন্ন স্থানে জলমগ্ন হয়ে যায়। সেই সুবাদে হাটের হাট বাবু আমার কাছে হাটের এই সমস্যাটি তুলে ধরেন।আমি তৎক্ষণাৎ আমাদের মানবিক জয়নগর কেন্দ্রের কাজের কান্ডারী বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস মহাশয়ের কাছে প্রস্তাব রাখি । তিনি হলেন জয়নগর কেন্দ্রের একমাত্র কাজের কান্ডারী। সেই মুহুর্তে তিনি উচ্চপদস্থ কর্মকর্তারা সঙ্গে আলোচনা করে । তিনি আজ এই মহতি অনুষ্ঠানের উপস্থিত হয়ে আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন এই পেপার ব্লক রাস্তা টির সঙ্গে গোঁড়েরহাটে একটি জল নিকাশের রাস্তা তৈরি করা হবে যাহা এই রাস্তায় কালভার্ট  বসিয়ে পাশের খালের মাধ্যমে জল নিকাশের ব্যাবস্থা করা হবে। এই হল আমাদের বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাসের কাজের কর্মকান্ড। বিধায়ক শিক্ষক বিশ্বনাথ কথা দিলে কথা রাখে। হরিনারায়ন পুরের মানবিক প্রধান সুজাউদ্দিন শেখ বিধায়কের উদ্দেশ্যে বার্তা দেন **বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস আপনি এগিয়ে চলুন আমরা সবাই আপনার সঙ্গে আছি**।

জয়নগর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুহিন বিশ্বাস এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির স্নেহাশীষধন্য জয়নগর বিধানসভা মানবিক বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাসের যে উন্নয়নের কর্মযজ্ঞ, যে উন্নয়নের কর্মকাণ্ড প্রকৃতির দুর্যোগ প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয কে থমকে দিতে পারিনি ,আটকে দিতে পারেনি ,তিনি বলেন গতকাল দক্ষিণ বারাসাত মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লির আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা করেছেন ,সেই সময় আজ তুলনায় অধিক বৃষ্টি সংঘটিত হয়েছিল। তুহিন বিশ্বাস বলেন বিশ্বনাথ দাসের জয়নগর বিধানসভার ওলিতে গলিতে বিভিন্ন স্থানের উন্নয়নের কথাগুলি তুলে ধরেন এবং বিধায়ককে বার্তা দেন **বিধায়ক বিশ্বনাথ এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি**। তিনি বলেন আমরা গর্বিত এবং আমরা আনন্দিত আমরা একটি এমন এক মানুষের সঙ্গে চলাফেরা করছি, সেই মানুষটি জয়নগরের ওলিতে ,গলিতে ছোট ,বড় ,জাত, ধর্ম ,বর্ণ ,দল বল , নির্বিশেষে সর্বধর্ম মানুষের কাছে গ্রহণ যোগ্যতা অর্জন করছেন।তাই আমি মনে করি উন্নয়নের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে ,কাজের মধ্য দিয়ে ,এইভাবে ভাবে প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে গেছে ।আগামী দিনে ২০২৬ সালে বিধান সভার নির্বাচনে আমার  দৃঢ় বিশ্বাস প্রিয়  বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর বিধানসভা থেকে ৭০ থেকে ৮০ হাজার ভোটে জয়লাভ করবে।এই মহতি অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জয়নগর কেন্দ্রের উন্নয়নের কান্ডারী জয়নগর বিধান সভার মানবিক বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস মহাশয়, জয়নগর এক নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা সমাজ সেবিক তুহিন বিশ্বাস মহাশয়, জয়নগর এক নম্বর ব্লক সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস মহাশয়া , পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শুকুর আলী মহাশয়, হরিনারায়নপুর অঞ্চলের মানবিক ও কাজের মানুষ প্রধান সুজাউদ্দিন শেখ, হরিনারায়নপুর অঞ্চলের উপপ্রধান , মাতিন  হালদার,হরিনারায়নপুর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান মোস্তাকিম মহাশয়, সদস্য আউব আলি মহাশয় , হরিনারায়নপুর অঞ্চলের গোঁড়ের হাটের হাট বাবু , হরি নারায়নপুর অঞ্চলের অঞ্চল সভাপতি প্রতাপত্য অধিকারী সহ অঞ্চলের সমস্ত সদস্য সদস্যা, অঞ্চলের বিশিষ্ট ব্যাক্তিবর্গ, ময়দা অঞ্চলের প্রধান, উপপ্রধান সদস্য সদস্যা, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শ্রীপুর অঞ্চলের প্রধান উপপ্রধান সহ সদস্য সদস্যা বিশিষ্ট  ব্যাক্তিবর্গ তথা জয়নগর কেন্দ্রের বিভিন্ন স্থানে থেকে  পথচললিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও গুরুজন।

জয়নগর বিধান সভার উন্নয়নের কান্ডারী কাজের মানুষ মানবিক বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাসের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও।

Post a Comment

নবীনতর পূর্বতন