সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত


নইমুল ইসলাম নায়ুম,

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ



বালিয়াডাঙ্গী সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে নার্স দিবসের আলোচনা সভা শেষে র‍্যালি অনুষ্ঠিত হয়। 



আজ সোমবার (১২ মে) রাত ৯টায় এ উপলক্ষ্যে হাসপাতালের দ্বিতীয় তলায় অফিস কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার গাইনী বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবুল কাসেম তিনি তার বক্তব্যে বলেন, ‌“আজ বিশ্ব নার্স দিবস। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় নার্সদের ভূমিকা অপরিসীম। নার্সরা আমাদের ভবিষ্যৎ, নার্সদের যত্ন অর্থনীতিকে শক্তিশালী করে।”


নার্সের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় নার্সদের ওপর চাপ বেড়েছে ভয়াবহভাবে। স্বাস্থ্যসেবার মান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি নার্সদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপরও পড়ছে গুরুতর প্রভাব। এর ফলে সেবা দেওয়ার সক্ষমতাও কমে যাচ্ছে। এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের সুপারভাইজার সাজু আহাম্মেদ, ল্যাব টেকনোলজিষ্ট আবুল কালাম আজাদ (বিপ্লব), ডিজিটাল এক্সরে টেকনিশিয়ান ও সাংবাদিক নইমুল ইসলাম নায়ুম সহ হাসপাতালে কর্মরত নার্স।

Post a Comment

নবীনতর পূর্বতন