সন্ধানে বাংলাদেশ সংবাদ




 নারীর বিরুদ্ধে দুই কাজীকে নিয়ে ফেসবুকে মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগ


নিজস্ব প্রতিবেদকঃ


চাঁপাইনবাবগঞ্জে এক নারীর বিরুদ্ধে সদর উপজেলার দুই কাজীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। বুধবার (১৪ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছেড়ে কুরুচিপূর্ণ ক্যাপশন ও মন্তব্য দিয়ে তা প্রচার করে। অভিযুক্ত ওই নারী সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত ফারুক হোসেনের মেয়ে ফাহমিদা খাতুন জুঁই।


জানা যায়, দফায় দফায় কাবিননামা সংশোধন করতে হওয়ায় বিরক্ত হয়ে এমন মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করে ওই নারী। বিভিন্ন সূত্র ও নথিপত্রের মাধ্যমে জানা যায়, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার ও কাজী অফিস থেকে ২০২৪ সালের ০৯ জুন ইংলিশে কাবিননামা সংগ্রহ করেন ফাহমিদা খাতুন জুঁই। নিয়ম অনুযায়ী ইংলিশে কাবিননামায় ৪ কপিতে এক সেট হয়। সেসময় তাকে দেখানো হলে সব ঠিক রয়েছে বলে জানায়। ২০২৫ সালের ১২ মে আবারও একই অফিসে এসে একটি কপিতে ভুল রয়েছে বলে জানায় ওই নারী। এনিয়ে কথা কাটাকাটি হলে তা ভুল তথ্য দিয়ে ধারন করা ভিডিও প্রচার করে মানহানি করছে বলে অভিযোগ উঠেছে। 


এবিষয়ে বালিয়াডাঙ্গা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও কাজী মুতাসিম বিল্লাহ বলেন, গত ১২ মে এক বছর পর এসে একটি কপিতে কেন ভুল তথ্য আছে তা জানতে চেয়ে উত্তেজিত ভাষায় উগ্র মেজাজে কথা বলেন ফাহমিদা খাতুন জুঁই। কি ভুল রয়েছে, তা দেখতে চাইলে আরও উত্তেজিত হয়ে যায়। কোন কথা না শুনেই আজেবাজে মন্তব্য করে। অথচ ভুল হলেও এক বছরের মধ্যে আরও কখনো বলেনি। এমনকি সেসময় কাবিননামার কপি নিয়ে যাওয়ার সময়েও তাকে দেখালেও কোন ভুল নেই বলে জানায়। এমনকি অশ্লীল কথাবার্তা বলে ভিডিও ধারন করে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য লিখে তা ফেসবুকে ছড়িয়ে দেয়। তবে ভিডিও ধারনের আগে অকথ্য ভাষায় কথাবার্তা ও আজেবাজে মন্তব্য করেন ওই নারী। 


তিনি আরও বলেন, ১২ মে সন্ধ্যায় অফিস থেকে যাওয়ার পর পরদিন ১৩ মে সকালে তার ভাইকে সংশোধিত কপি দেয়া হয়। এসময়েও তার ভাই অনুরুপ কপি বুঝিয়ে পেলাম উল্লেখ করে অফিসের নথিপত্রে সাক্ষর করে। সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ ১৪ মে দুই দিন আগে অফিসে ধারন করা ভিডিও ছড়িয়ে মানহানি করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। প্রকৃতপক্ষে, গত কয়েক দশক ধরে আমার সম্মানিত পিতা ও আমি কাজী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছি। একটি কুচক্রী মহল ইর্ষান্নিত হয়ে আমাদের বিরুদ্ধে এসব গুজব ছড়িয়েছে। এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন