সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



জামগ্রাম বাজারে দোকান ঘর ভেঙ্গে মালামাল'সহ টাকা পয়সা চুরি-



তাহেরপুর জামগ্রাম বাজারে দিনের বেলায় ২টি দোকান ঘর ভেঙ্গে চুরি-



স্টাফ রিপোর্টার-


রাজশাহী বাগমারা তাহেরপুর পৌরসভার ৭ নং ওর্য়াড নুরপুর আমতলী বাজারে দু'টি দোকান দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে।

আজ সোমবার ১২ (মে) দুপুর (১:৩০)দের'টায় সময় এ ঘটনা ঘটে। 

একটি হলো,ওষুধ ফার্মেসি, আরেকটি হলো মুদি দোকান। ওষুধ ফার্মেসির মালিক, মোহাম্মদ মোস্তাক আলী বলেন,আমার দোকানের তালা ভেঙ্গে দিনের বেলা চুরি করেছে কে,বা,কারা এই চুরি করছে তা জানি না। তবে এর আগে দুই দিন চুরি হয়েছে। এই ব্যাপারে কাউকে কিছু বলি নাই। আজ আবারও চুরি হয়েছে। 

তিনি আরো বলেন,আমার দোকানের ক্যাশ টাকা ছিলো-(২০-বিষ) হাজার টাকার মতো,সেটা নিয়ে গিয়েছে। আরো কিছু ওষুধ নিয়ে গিয়েছে।


এদিকে মুদি দোকানদার মোঃ মিন্টু হোসেন বলেন, আমার দোকান ঘর ১২ সময় দেখে গেলাম, বা বাজার থেকে দোকানের জিনিসপাতি কিনে রেখেও গেলাম। সে সময় ভালো ছিলো,কিন্তু পরে ২ টার দিকে দোকানে এসে দেখি দোকান ভাংচুর, ও জিনিস পাতি এখানে,সেখানে পড়ে রয়েছে।

সে আরো বলেন,আমার দোকানে অনেক জিনিস ও টাকা পয়সা ছিলো,সেই সব চুরি করে নিয়ে গিয়েছে। তার মনস্ত,তাও-(৩০-ত্রিশ) হাজার টাকার মতো মালামাল চুরি হয়েছে।


তবে এ ব্যাপারে কাউকে সন্দেহ করছি না। তবে আমার আফসোস,দিনের বেলায় গ্রামের ভিতরে,দোকান ভেঙ্গে চুরির ঘটনা ঘটছে।


 সর্বশেষ বলেন,কাউকে সন্দেহ'জন মনে হলে,আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলে জানান তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন