সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



পুঠিয়া হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের হানা, ধরলেন-হাতেনাতে 


পুঠিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ধরলেন-হাতেনাতে



স্টাফ রিপোর্টার-


রাজশাহীর পুঠিয়ার উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে গোপন অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে  দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৫ মে) দুপুর ২টা থেকে ৫টা  পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী অভিযান চালায় দুদকের রাজশাহী  সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ দল।

অভিযানের শুরুতে  কর্মকর্তারা রোগীর ছদ্মবেশে তথ্য সংগ্রহ করেন। এরপর  হাসপাতালে বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড  ঘুরে ওষুধ, চিকিৎসা সামগ্রী, খাদ্যসহ সরকারি মালামালের অনিয়ম এবং গাফিলতির চিত্র  তুলে ধরেন।

দুদক জানায়, কর্মকর্তাদের  অনুপস্থিতি, অ্যাম্বুলেন্সের অপব্যবহার, রসিদ ছাড়া অর্থ আদায়, বেসরকারি  প্রতিষ্ঠানে রোগী প্রেরণ এবং জেনারেটর বন্ধ রাখা—এসব  অনিয়ম ধরা পড়ে।সহকারী পরিচালক আমির হোসেন জানান, দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে  অভিযান চালানো হয়েছে এবং অনিয়মের সত্যতা পাওয়া গেছে। বিষয়গুলো  কমিশনে প্রতিবেদন আকারে পাঠানো হবে। 

Post a Comment

নবীনতর পূর্বতন