চুয়াডাঙ্গার দামুড়হুদায় হাউলী ইউপিতে টি সি বি পণ্য বিক্রয়।
মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ১৫/০৫/২৫ ইং বৃহস্পতিবার
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ০৬ নং হাউলী ইউনিয়ন পরিষদের অর্ন্তগত ০৯ টি ওয়ার্ডের ১৫ টি গ্রামের অসহায় দুস্থ পরিবারের মধ্যো স্বল্প মুল্যো ১৬৫০ জন অসহায় দুস্হ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।
এ সময় টি সি বি কার্ড ধারীদের কাছ থেকে ৩৯০/- টাকার বিনিময়ে পাঁচ দুই কেজি ডাউল, দুই কেজি তেল, এক কেজি চিনি, দেওয়া হয়।
টি সিবি পণ্য বিতরনের সময় সাধারন মানুষ সুষ্টভাবে পণ্য গ্রহণ করে।
টি সি বি পণ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) জনাব মোঃ নিজাম উদ্দীন, ইউপি সচিব মোঃ মনিরুজ্জামান , ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ আতিকুর রহমান ইউপি সদস্য মোঃ রিকাত আলী, মোঃ শহিদুল ইসলাম, মোছাঃ সাবিনা ইয়াসমিন মিনি, মোছাঃ রহিমা খাতুন, মোঃ আব্দুল হান্নান পটু, মোঃ শাহাজামাল হোসেন, মোঃ আব্দুল্লাহ সেলিম, ইউপি হিসাব সসহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সসাজিবুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলো গ্রাম পুলিশের সদস্যবৃন্দু ও এলাকার গণ্য মাণ্য ব্যাক্তিবর্গগণ।
একটি মন্তব্য পোস্ট করুন