উলিপুর উন্নয়ন ফোরামের কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
রফিকুল ইসলাম রফিক,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার, উলিপুর উন্নয়ন ফোরামের ইউনিয়ন প্রতিনিধিদের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
উপজেলা কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম জানান, প্রতিযোগিতায় ২টি গ্রুপে ভাগ করে মোট ৮০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। মেধাতালিকায় প্রতিটি গ্রুপের প্রথম থেকে বিশতম পর্যন্ত শিক্ষার্থীরা পুরস্কার লাভ করবেন।
আসন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব আলম সালেহী।
একটি মন্তব্য পোস্ট করুন