সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গলাচিপা-দশমিনায় আগমন উপলক্ষে জনসাধারণের মাঝে আনন্দের বন্যা


প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন

পটুয়াখালী, ১৪ অক্টোবর ২০২৫:


গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গলাচিপা-দশমিনা সফরকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।


সফরসূচি অনুযায়ী, নুরুল হক নুর আজ মঙ্গলবার বিকেলে পটুয়াখালী চৌরাস্তায় জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এক সংক্ষিপ্ত পথসভায় অংশগ্রহণ করবেন। পথসভা শেষে তিনি দশমিনা উদ্দেশ্যে রওনা হবেন এবং রাতে সেখানে অবস্থান করবেন।


আগামী ১৫ অক্টোবর (বুধবার) বিকেল ৪টায় তিনি গলাচিপা পৌরমঞ্চে এক মতবিনিময় সভায় যোগ দেবেন। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ইউনিয়ন প্রতিনিধি সভা।


এছাড়া ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় গজালিয়া ইউনিয়নে হুজুরের কবর জিয়ারত, বিকেল ৪টায় চরবিশ্বাস বাজারে এবং সন্ধ্যা ৬টায় চরকাজল রবিবারিয়া বাজারে গণসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে।


দীর্ঘ চিকিৎসা শেষে হামলার পর এই প্রথম নিজ নির্বাচনী এলাকায় ফিরছেন নুরুল হক নুর। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে

Post a Comment

أحدث أقدم