দর্শনা থানা পুলিশের হাতে নয় বোতল বিদেশি মদ সহ একজন আটক
মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গার জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৯ বোতল বিদেশী মদসহ আব্দুর রউফ (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) রাতে দর্শনার ইসলাম বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুর রউফ দর্শনা থানার ইসলাম বাজারের মৃত রস্তুম আলীর ছেলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, ( বিপিএম-সেবা)'র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ইসলাম বাজার গ্রামস্থ পুরাতন রেল স্টেশন সংলগ্ন ইয়াডের নিম গাছের পাশে পাঁকা রাস্তার উপর থেকে আব্দুর রউফকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ০৬ বোতল ROYAL STAG SUPERIOR Whisky, ০২ বোতল Mc Dowell’s No 1 LUXURY BLENDER Whisky, ০১ বোতল IMPERIAL BLUE SUPERIOR Whisky, ০১ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন