সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



গোমস্তাপুরে গাঁজা সহ আটক-২ 


মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে তরিকুল ইসলাম টুটুল(৩৮)ও মো:এমদাদুল হক আপন দুই ভাইকে কে গাঁজা সহ আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। 

শনিবার (৪ অক্টোবর) বিকেলে সাড়ে তিন টার দিকে গোমস্তাপুর থানার কর্মরত এস আই আবু সাব্বির রাবু সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা কালে উপজেলার অভিমুন্যপুর লালকোবরা গ্রামস্থ মকরমপুর সেতুর টোলপ্লাজার সামনে রহনপুর টু বোয়ালিয়া গামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনাকালে একটি সবুজ রঙের ইজি বাইক (অটো চার্জার) গাড়ি তল্লাশিকালে উক্ত গাড়িতে যাত্রীবশে থাকার সিটের নিচে গাঁজাগুলো উদ্ধার করা হয়। 

সেই সাথে সবার উপস্থিত সাক্ষীদের সামনে উক্ত ইজিবাইক তল্লাশি কালে ইজিবাইকের ড্রাইভিং সিটের নিচ থেকে খাকী কসটেপ ও পলিথিনে মোড়ানো ০৩ টি পোটলায় রক্ষিত সর্বমোট তিন কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা

উদ্ধারসহ দুই ভাইকে আটক করা হয়। 

আটককৃত দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১৯(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করে রবিবার জেল হাজতে পাঠানো হবে বলে জানা যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন