ডিম ছাড়তে নদীতে
আসছে ইলিশ,নিষেধাজ্ঞা
শুরু ৪ অক্টোবর!
জাকির হোসেন হাওলাদার।
দুমকী পটুয়াখালী প্রতিনিধি:
৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকবে।
ডিম ছাড়তে নদীতে আসতে শুরু করেছে ইলিশ মাছ। জেলেদের জালেও ধরা পড়ছে কিছু কিছু। এর প্রভাবে স্থানীয় বাজারে মাছের দামও কিছুটা কমেছে বলে ব্যবসায়ী ও জেলেরা জানান। দুমকি উপজেলায় পাযরা, লোহালীয়া পানডপ নদীতে, উপজেলার মৎস্য কর্মকর্তা বলেন, প্রজনন মৌসুমের কারণে নদীতে ইলিশ মাছ আসতে শুরু করেছে। বর্তমানে ছোট সাইজের মাছ আসছে। সমুদ্র থেকে মাছ উঠতে শুরু করেছে। দুই-তিন দিনের মধ্যে আরো মাছ আসবে। তবে বড় সাইজের মাছ একটু পরে আসা শুরু করবে।
তিনি বলেন, মা ইলিশ রক্ষায় এবার ৩ অক্টোবর মধ্যরাত থেকে শিকার নিষেধাজ্ঞার সময় শুরু হবে। ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকবে।।#
জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

একটি মন্তব্য পোস্ট করুন