সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



রাজশাহী মডেল প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর ও নির্বাচন ঘোষণা: সাংবাদিক সমাজে নব উদ্দীপনা


রাজশাহী প্রতিনিধি:


দুই বছর সফল মেয়াদ শেষে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করেছে রাজশাহী মডেল প্রেসক্লাব। স্বচ্ছতা, ঐক্য ও নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষায় বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে, যা রাজশাহীর সাংবাদিক সমাজে নতুন প্রাণসঞ্চার ঘটিয়েছে।


আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন। দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, সংগঠনের ঐক্য ও গণমাধ্যমের সুনাম রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাঁর নেতৃত্বে নবগঠিত আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।


ঘোষিত তফসিল অনুযায়ী—

১৪ অক্টোবর প্রার্থিতা চূড়ান্ত তালিকা প্রকাশ,

১৫ থেকে ১৮ অক্টোবর মনোনয়নপত্র উত্তোলন,

১৯ অক্টোবর প্রত্যাহারের শেষ দিন,

এবং ২০ অক্টোবর যাচাই-বাছাইয়ের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।


নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ নভেম্বর ২০২৫ তারিখে সারাদিনব্যাপী রাজশাহী মডেল প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।


এ উপলক্ষে রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিককে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ ও দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। দিনটি সাংবাদিক সমাজের এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।


রাজশাহী মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই আঞ্চলিক সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দায়িত্ব হস্তান্তর ও নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগে সাংবাদিক মহলে নব উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন