সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



নারীই শক্তি, উন্নয়নে অংশগ্রহণ, গণতন্ত্র, সমতা ও অগ্রগতির প্রতিশ্রুতি হিসেবে কুষ্টিয়ায় বিএনপি'র শীর্ষক নির্বাচনী ভাবনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এস এম পান্না কুষ্টিয়া:


গণতন্ত্রের রাষ্ট্রে নারীই শক্তি ও উন্নয়নের অংশগ্রহণ হিসেবে গণতন্ত্র, সমতা ও অগ্রগতির প্রতিশ্রুতিএই প্রতিপাদ্যকে নিয়ে কুষ্টিয়ায় বিভিন্ন বয়সী নারীদের কে নিয়ে নির্বাচনী ভাবনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।


মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল দশটার পর কুষ্টিয়া চড় আমলাপাড়া ঈদগাহ মাঠে নির্বাচনী ভাবনা ও আলোচনা সভার আয়োজন করেন 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া-৩ জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন ।


আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারীদের উন্নয়ন ও রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করা।

সভায় সভাপতিত্ব করেন 

কুষ্টিয়া পৌর ৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন,

এবং সঞ্চালনায় কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ডের সভাপতি খুরশিদ আলম মল্লিকা ।

অনুষ্ঠান শুরু সূচনায় কোরআন থেকে তেলাওয়াত, প্রধান আলোচককে ফুল দিয়ে বরণ ও

বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নারীদেরকে ৩১ দফা লিফলেট বিতরণ শেষে সকলের মাঝে নাস্তার প্যাকেট হাতে তুলে দেওয়া।


 অনুষ্ঠানে 

প্রধান আলোচকের বক্তব্যে সোহরাব উদ্দিন বলেন,

> “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। 

দেশের চরম সংকটের সময়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমাদের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন।”

তিনি আরও বলেন,

> “আমরা তৃণমূলের নেতাকর্মীরা দেশব্যাপী, পাড়া-মহল্লা ও গ্রামেগঞ্জে ঘরে ঘরে ৩১ দফার মূল বার্তা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। নারীদের অংশগ্রহণ ছাড়া জাতীয় উন্নয়ন ও গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা সম্ভব নয়।”


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কুষ্টিয়া সদর থানা বিএনপি'র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব।

কুষ্টিয়া শহর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন। কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এর নব নির্বাচিত পরিচালক মোঃ ফুয়াদ রেজা ফাহিম, কুষ্টিয়া সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ শাওন।

৩ নং পৌর বিএনপি'র সভানেত্রী তানিয়া পারভীন । এসময়ে 

বক্তারা বলেন, নারী সমাজকে সাথে নিয়েই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে উঠবে।

Post a Comment

নবীনতর পূর্বতন