সন্ধানে বাংলাদেশ সংবাদ



 কুষ্টিয়ায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর আয়োজনে ৩১ দফা বাস্তবায়ন 

শীর্ষক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।


#এস এম পান্না কুষ্টিয়া:


#কুষ্টিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার ( ১৮ই অক্টোবর) বিকেলের পর থেকে কুষ্টিয়া এন এস রোড জেলা পরিষদের সামনে থেকে বড় বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।


#কুষ্টিয়া কারাময় চাইনিজ রেস্টুরেন্টে দুপুর তিনটার সময় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খোকন ।


#আলোচনা সভায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়।


#কুষ্টিয়া জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান টনার

সঞ্চালনায়, কুষ্টিয়া জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মোক্তার হোসেন মালিথার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু ।

বিশেষ অতিথি,

#কুষ্টিয়া জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার।


#জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ কামাল মন্ডল ।

ঢাকা মহানগর দক্ষিণ এর জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমেদ জসিম ।কুষ্টিয়া জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কুষ্টিয়া জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলম বাদশা, প্রচার সম্পাদক মোঃ ওসমান আলী,সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম ।

#জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ কুষ্টিয়া শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিব হাসান শাওন।

#প্রধান বক্তব্যে, 

 এ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন,

দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা একটি জাতীয় রূপকল্প। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে। দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচারের সুযোগ লাভ করবে।

Post a Comment

أحدث أقدم