সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



নেত্রকোনা কেন্দুয়া উপজেলার ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত


মোঃ মোফাজ্জল হোসেন (কেন্দুয়া) নেত্রকোনা প্রতিনিধিঃ


নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১০নং কান্দিউড়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সোমবার (২০ অক্টোবর) বিকেলের দিকে দীঘলকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


কর্মী সমাবেশে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসেম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন।


প্রধান অতিথি জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত বিএনপির নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীক যার হাতে থাকবে, আমরা তারই পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।


কান্দিউড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রুকনুজ্জামান (রুপ্তন) ও সাবেক ছাত্রনেতা কাজী মাহাবুবুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান (রতন)।


এছাড়াও পৌর বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল কাদির আহম্মেদ (সুরুজ), সহ সভাপতি আক্কাস মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বকুল, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. মজিবুর রহমান, কান্দিউড়া ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি মো. ছদ্দু মিয়া, ২ নং ওয়ার্ড সম্পাদক সেলিম মিয়া, ৩ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম, সম্পাদক হিরন মিয়া, পৌর কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক সিদ্ধু, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস আহমেদ, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাকারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেন মিন্টু, সারোয়ার জাহান জুয়েল, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমরান হাসান আফজাল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সোলাইমান, পৌর যুবদল নেতা মো. বাবর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আজহারুল ইসলাম কচি, শফিকুল ইসলাম শফিক, প্রমুখ।

Post a Comment

أحدث أقدم