বাগমারা'য় গনঅধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি,
রাজশাহী-০৪ আসন, বাগমারা উপজেলায় গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র, যুব, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে আজ বিকেল ৪টা থেকে ভবানীগঞ্জ বাজারে গণসংযোগ কর্মসূচি শুরু করে।
এসময় ভবানীগঞ্জ বাজারের চারপাশে লিফলেট বিরতণ এবং সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এরপর যাত্রাগাছী বাজার এবং শিকদারী বাজারে লিফলেট বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সন্ধ্যা ৭.৩০টা নাগাদ আজকের কর্মসূচি শেষ হয়। কর্মসূচি চলাকালে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং গণঅধিকার পরিষদের প্রতি সাধারণ মানুষের অঢেল ভালোবাসা লক্ষ করা যায়।
উক্ত গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক মোহাম্মাদ আলী তোহা, রাজশাহী জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি তাসলিমুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল, বাগমারা উপজেলা গণঅধিকার পরিষদের আরাফাত হোসেন, নোমান ইসলাম, রাসেল প্রামাণিক প্রমুখ।
রাজশাহী-০৪ আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য পার্থী হিসেবে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী তোহা প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন বলে জানান নেতাকর্মীরা।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী তোহা বলেন- তারুণ্য জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন, জনগণ চান আমাদের মতো তরুণরা দেশের হাল ধরুক। সকলের পজেটিভ রেসপন্স পাচ্ছি। জনগণ পাশে থাকলে বাগমারাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

إرسال تعليق