বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি)জাতীয় নীতি নির্ধারণ প্রতিযোগিতা ২০২৫এর সমাপনী পর্ব অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় নীতিনির্ধারণ প্রতিযোগিতা ২০২৫ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
আজ১৩ অক্টোবর সোমবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী এবং বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাঃ লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, তরুণরাই দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের চিন্তাশক্তি, গবেষণা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের নীতিমালা প্রণয়নে কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের নেতৃত্বগুণ, বিশ্লেষণী দক্ষতা ও বাস্তব সমস্যার সমাধানমূলক চিন্তা তৈরি করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

إرسال تعليق