অসহায় মানুষের পাশে ফেনী সেন্ট্রাল লিও ক্লাব
রিপোর্ট: আফলাম মাহমুদ রাসেল
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে লুঙ্গি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফেনী পৌরসভা চত্বরে ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক দিনমজুর, রিকশাচালক ও ভিক্ষুকের হাতে লুঙ্গি তুলে দেন লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট লায়ন ফারুক আহমেদ, রিজিওন ডিরেক্টর ও ক্লাবের কো-এডভাইজর লায়ন পলাশ চন্দ্র সূত্রধর, লায়ন রইসুল ইসলাম রিমন, লায়ন এস. এম. সাহেদুল আলম সাহেদ এবং ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এস. জেড. অপুসহ ক্লাবের নেতৃবৃন্দ।
লায়ন পলাশ চন্দ্র সূত্রধর বলেন, “লায়ন্সদের পাশাপাশি লিও সদস্যরা অক্টোবর মাসজুড়ে নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করছে। আজকের এই আয়োজন কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে, যা আমাদের সেবার চেতনাকে আরও দৃঢ় করে।”
দিনমজুর নুর মিয়া বলেন, “অনেক দিন ছেঁড়া লুঙ্গি পরে চলছিলাম,অভাবের সংসারে নতুন একটি লুঙ্গি কেনা সম্ভব হচ্ছিল না। আজ ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের সৌজন্যে আল্লাহ আমাকে একটি লুঙ্গি দিয়েছেন, আমি কৃতজ্ঞ।”
ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এস. জেড. অপু জানান, “অক্টোবর মাস জুড়ে আমরা রেলস্টেশনে খাবার বিতরণ, বৃক্ষরোপণ, মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক আয়োজন করেছি।আজ চেষ্টা করেছি ভিন্নভাবে কিছু অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে। প্রতি বছর লায়ন্স ক্লাব প্রতিষ্ঠা উপলক্ষে আমরা এমন সেবামূলক কার্যক্রম পরিচালনা করি। ইতোমধ্যে প্রায় এক হাজার মানুষকে সেবা দিতে পেরেছি, মাসের বাকি দিনগুলোতে ডেন্টাল ক্যাম্প ও সচেতনতামূলক উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে।”
মানবিকতার চেতনায় অনুপ্রাণিত এই আয়োজনটি ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের ধারাবাহিক সেবা কার্যক্রমের একটি অংশ, যা সমাজে সহমর্মিতা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
إرسال تعليق