সন্ধানে বাংলাদেশ সংবাদ



গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন


গাজীপুর জেলার কালিয়াকৈর প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (০১/১০/২০২৫ ইং) প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৫ সদস্যবিশিষ্ট এই কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।


নতুন কমিটিতে মানবজমিন পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি নাজমুল হাসান সভাপতি এবং গাজীপুর দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকদের ঐক্য, পেশাগত নীতি ও সাংবাদিকতার মান উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও স্থানীয় উন্নয়ন, জনস্বার্থ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেসক্লাবের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে সবাই মতামত প্রদান করেন।


নবগঠিত ২৫ সদস্যের কার্যকরী কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। খুব শিগগিরই প্রেসক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।


সভাপতি নাজমুল হাসান বলেন, “সাংবাদিকতা শুধু খবর পরিবেশন নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। কালিয়াকৈরের উন্নয়ন ও মানুষের সমস্যার কথা তুলে ধরতে আমরা দায়িত্বশীলভাবে কাজ করব।”


সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, “প্রেসক্লাবকে সাংবাদিকদের কল্যাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পেশাগত দক্ষতা বৃদ্ধি ও তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।”


স্থানীয় সাংবাদিক সমাজ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে এবং তাদের সফল মেয়াদ কামনা করেছে।

উল্লেখ্য: কালিয়াকৈর প্রেসক্লাব গাজীপুর জেলার অন্যতম সক্রিয় সাংবাদিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে স্থানীয় সংবাদকর্মীদের পেশাগত সহযোগিতা ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Post a Comment

নবীনতর পূর্বতন