কোটালীপাড়ায় সন্তানহারা মা আছিয়া বেগমের খোঁজখবর নিতে তার বাড়িতে ছুটে গেলেন ইউএনও মাসুম বিল্লাহ।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : - শেখ কামরুজ্জামান (রানা)।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্তানহারা মা আছিয়া বেগমের বাড়িতে ছুটে গেলেন ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) মো: মাসুম বিল্লাহ।
শনিবার সন্ধ্যায় উপজেলার তারাশী গ্রামে শোকাহত আছিয়া বেগমের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন ইউএনও মাসুম বিল্লাহ। এ সময় আছিয়া বেগমের হাতে নগদ টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও।
শুক্রবার বিকেলে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আছিয়া বেগমের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া ছেলে জোনায়েদ শেখে আত্মহত্যা করে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্বামী মৃদুল শেখ দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকায় সরকারিভাবে পাওয়া আশ্রায়নের ঘরে দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিল আছিয়া বেগম। এদিকে বড় ছেলের এমন মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।
আছিয়া বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, দুই সন্তানকে আকড়ে ধরে কোন রকম বেঁচে থাকার স্বপ্ন দেখছিলাম। অনেক কষ্টে ওদের মানুষ করে আসছি। এভাবে বড় ছেলে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে তা কখনোই বুঝতে পারি নাই। ইউএনও স্যার আমার মত অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার মত অভাগা মা যেন আর কেহ না হয়।
ইউএনও মাসুম বিল্লাহ বলেন, বড় ছেলের মৃত্যুতে দরিদ্র আছিয়া বেগম ভেঙ্গে পড়েছেন। সমাজের সকলের উচিত প্রতিবেশীদের দেখভাল করা। যাতে ভবিষ্যতে শিশু জোনায়েদের মতো এমন কারও মৃত্যু না হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আছিয়া বেগমের জন্য কিছু নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পৌছে দিলাম।
# শেখ কামরুজ্জামান রানা
০১৭১৮০৬৬০১৮
৪/১০/২৫ ইং

একটি মন্তব্য পোস্ট করুন