গাজীপুরে হিন্দু কর্তৃক ১৩ বছরের শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন: মানববন্ধন থেকে বিক্ষুব্ধ জনতার ৫ দফা দাবি ঘোষণা
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
আজ ২১ অক্টোবর (মঙ্গলবার) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে হিন্দু যুবক জয় কুমার দাস এবং তার সহযোগী লোকনাথ এবং সঞ্জয় কর্তৃক আশা মনি (১৩) নামের এক শিশু মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে তিন দিন আঁটকে রেখে ধর্ষণ করেছে। প্রতিবাদে আজ সকাল ১১ টায় সময় গাজীপুরের জেলা আদালত চত্বরে সর্বস্তরের জনতা আজ মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে এক কণ্ঠে উচ্চারণ করেছে ন্যায়বিচারের দাবিতে এই ৫ দফা ঘোষণা করেন। আশা মনির ধর্ষক জয় কুমার দাস ও তার সহযোগীদের শাস্তি ফাঁসি এবং মো আতাউর রহমান বিক্রমপুরীকে হত্যার হুমকি দাতা এবং পঙ্কজকে দ্রুত গ্রেফতার এবং শাস্তি প্রদানের জন্য মানববন্ধন করেন।
দাবি গুলোঃ-
১️ পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ফেসবুক স্ট্যাটাস অবিলম্বে উইথড্র করতে হবে।
২️ নির্দোষ শিশুটি আশা মনির ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
৩️ মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে হত্যার পরিকল্পনাকারী ও হুমকিদাতা পংকজ পালকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
৪️ ধর্মবিদ্বেষী ও উগ্রবাদী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করতে হবে।
৫️ মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামানকে পরিবর্তন করে একজন সৎ ও যোগ্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দিতে হবে।
এসময় দীর্ঘ কয়েক ঘন্টা ধরে মানববন্ধনে শত শত আলেম ওলামা, ছাত্র জনতা, বৈশম্যবিরোধী কারামুক্তি আন্দোলন, গাজীপুর উলামা জনতা সমন্বয় পরিষদ এবং এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন