সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



ময়মনসিংহে এসপির প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 


ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা বিসর্জনকে ঘিরে নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নগরীর কাচারীঘাটে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম।


আজ ১ অক্টোবর বুধবার দুপুরে এসপি ঘাট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মোহাইমেনুর রশিদ, সদর সার্কেল মোঃ সোহরাওয়ার্দী হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ জহির, ময়মনসিংহ মহানগর বিএনপির নেতা মোঃ মাহবুব আলম, সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার এবং বর্জ্য কর্মকর্তা মোহাব্বত আলী প্রমুখ।


পরিদর্শনকালে পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, দুর্গাপূজা একটি বড় সামাজিক ও ধর্মীয় উৎসব। প্রতিমা বিসর্জনের দিন ঘাট এলাকায় আইনশৃঙ্খলা, যানবাহন নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হয়েছে। যা সকলকে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে সহায়তা করা হবে।


তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সিটি কর্পোরেশন ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিসর্জন ঘাটে শৃঙ্খলা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন