সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



ঢোষার পুলিশ ফাঁড়ির এবছর সার্বজনীন কালী পূজা শুভ উদ্বোধন করলেন বিধায়ক বিভাস সর্দার .....


মোমিন আলি লস্কর জয়নগর ভারত(আন্তর্জাতিক)


সনাতন ধর্মলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা।বিশ্বখ্যাত বাংলার বড় উৎসব দুর্গাপুজো শেষ হলো । দুর্গো উৎসবের রেস কাটতে না কাটতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন উৎসব সার্বজনীন কালীপূজা।মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান এই পংক্তিকে যদি কোনও ছবির মাধ্যমে তুলে ধরা যায় তাহলে তা নিঃসন্দেহে হবে জয়নগর থানার অন্তর্গত ঢোষারহাট পুলিশ ফাঁড়ির সার্বজনীন কালীপূজা এলাকায়।ভেদা ভেদ নয় জাতি -ধর্ম নির্বিশেষে এখানে সকলেই মেতে ওঠেন উৎসবে।জয়নগর থানার আই সি পার্থসারথি পালের পরিচালনায় ঢোষারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলরাম মন্ডল এবং আজাহার উদ্দিন শেখের ঐকান্তিক প্রচেষ্টায় বিশিষ্ট গুরুজন ব্যাক্তিবর্গগনের সহযোগিতায় ঢোষারহাট পুলিশ ফাঁড়িতে এবছর সর্ব প্রথম সার্বজনীন কালী পূজার শুভ উদ্বোধন হয়।জয়নগর থানার আইসি পার্থসারথি পালের পরিচালনায় ঢোষার হাট পুলিশ ফাঁড়ির আয়োজিত এবছর সর্বপ্রথম সার্বজনীন কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হলো রবিবার সন্ধ্যা নাগাদ ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যার উদ্বোধন করলেন বারুইপুর পূর্বের বিধান সভার বিধায়ক বিভাস সর্দার।জেলা পুলিশ সুপার ,উপস্থিত ছিলেন বারুইপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, ঢোষার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলরাম মন্ডল, আজাহার উদ্দিন শেখ,বামনগাছি অঞ্চলের যুব কার্যকারী সভাপতি আনোয়ার উদ্দিন মিস্ত্রী (লাল্টু দা),প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান,সদস্য ,সদস্যা , এবং জেলা পরিষদের সদস্য সদস্যা, কর্মদক্ষ্য সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গগন।

Post a Comment

নবীনতর পূর্বতন