উলিপুরে শিক্ষকদের যৌক্তিক দাবিতে কর্মবিরতি।
মাইনুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
আজ সোমবার উলিপুরের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ তাদের যৌক্তিক দাবি আদায় এবং চলমান হামলার বিচার দাবিতে কর্মবিরতি পালন করছে। পুলিশ কর্তৃক শিক্ষকদের কলার ধরে টেনে নেওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জ এবং জলকামান ব্যবহারের প্রতিবাদে এই কর্মবিরতি শুরু হয়েছে।
শিক্ষকরা তিন দফা দাবির মধ্যে অন্তর্ভুক্ত ন্যায্য বেতন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অন্যায্য আচরণের বিরুদ্ধে শাস্তি প্রদানের দাবি জানাচ্ছেন।
শিক্ষকরা স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেছেন।

إرسال تعليق