অন্যায়ে জড়িত নেতা যত বড়ই হোক, রেহাই নেই: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
খন্দকার নিরব | ভোলা প্রতিনিধি:
“আমার দলের কেউ যদি অন্যায় বা জুলুম-নির্যাতনের সঙ্গে যুক্ত থাকে, আপনারা সরাসরি আমাকে জানাবেন। সে যত বড় নেতা হোক, তাকে দল থেকে বহিষ্কার করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।”
— এভাবেই স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে দলীয় শৃঙ্খলা ও ন্যায়নীতির বার্তা দিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. নাছরুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, সহ-সভাপতি হাসান মাকসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মহিউদ্দিন জুলফিকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল সদস্য শাহ্ মোঃ শাহীন সাজি, ভোলা জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, উপজেলা ওলামা দল সভাপতি মাওলানা আব্দুল হালিম জাহাঙ্গীর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজ বলেন, “ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকরা সমাজের আয়না। তারা সত্য, ন্যায় ও নৈতিকতার পথ দেখিয়ে সমাজকে আলোকিত করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ভোট চান এবং ধর্মীয় শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।”
তিনি আরও বলেন, “আমরা চাই দেশের মানুষ শান্তি, নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে জীবন যাপন করুক। এজন্য অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে একত্রিত হয়ে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।”
সভায় বক্তারা বলেন, সমাজে ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তারা যেন স্বাধীনভাবে সত্য ও ন্যায়ের কথা বলতে পারেন, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।
পরে মাওলানা মোস্তাক আহমেদের নেতৃত্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
إرسال تعليق