পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক সহযোগিতা দিলেন আব্দুস সাত্তার
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী দুর্গাপুরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করে আয়োজক কমিটির নিকট আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজশাহী ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮ টার দিকে উপজেলার ঝালুকা ইউপির বর্ধনপুর দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাতেম আলী, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন,
আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা আপনাদের পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছি। তিনি বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন পূজা মন্ডপের নিরাপত্তা বিধানে সার্বিক সহযোগিতা করতে। আপনারা যাতে নির্বিঘ্নে ও আনন্দ মূখর পরিবেশে আপনাদের দুর্গোৎসব পালন করতে পারেন সেদিকে সার্বক্ষণিক নজর রাখতে।
আব্দুস সাত্তার আরও বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলে। আমি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আমাদের অক্ষুণ্ন রাখতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন