ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক কমিটির বৈঠক অনুষ্ঠিত
মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম
অদ্য ১৩ অক্টোবর (সোমবার )২০২৫ ইং আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর বুধ,বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল-কে ঘিরে আজ বাদ মাগরিব আল আমিন সংস্থা, চট্টগ্রাম-এর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাহফিল চলাকালীন শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব বণ্টন, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, এবং আগত অতিথিদের যথাযথ অভ্যর্থনা প্রদানের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন সংস্থার সমাজ কল্যান সম্পাদক মাওলানা ওজার হামিদীএবং সভা পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই এর পক্ষে মুহাম্মদ ফরিদ উপস্থিত বক্তারা বলেন ঐতিহাসিক এই তাফসীরুল কুরআন মাহফিল হবে আল্লাহর বাণী প্রচার ও দ্বীনি জাগরণের এক মহাসম্মেলন। এজন্য সুষ্ঠু শৃঙ্খলা ও সহযোগিতা বজায় রাখা প্রত্যেক সদস্যের নৈতিক দায়িত্ব।”
সভায় উপস্থিত সকল স্বেচ্ছাসেবক ও সদস্যগণ মাহফিলের সফলতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।সভা শেষে মাহফিলের সার্বিক সাফল্য ও অংশগ্রহণকারীদের তাওফিক কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন