কোটালীপাড়ায় ভেসাল জাল অপসারণ অভিযান।
কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি:- শেখ কামরুজ্জামান (রানা )।
দেশীয় মাছ রক্ষায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১ টি খালে অভিযান চালিয়ে ১১ টি ভেসাল জাল ও ৪ টি বাশের গড়া অপসারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন পারকোনা-রাধাগঞ্জ খালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সদস্যেরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, দীর্ঘদিন ধরে পারকোনা-রাধাগঞ্জ খালের ২ কিলোমিটার জায়গায় খালজুড়ে ভেসাল জাল ও বাঁশের গড়া দিয়ে অবৈধভাবে মাছ ধরে আসছিল জেলেরা।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ বলেন, ইংরেজি অক্ষর 'ভি' আকৃতির এই ভেসাল জাল সাধারণত খাল ও বিলে ব্যবহার করা হয়ে থাকে। যা পানির ওপর ভেসে থাকা এক ধরনের বড় জাল, যেটি একটি নির্দিষ্ট জায়গাজুড়ে ছড়িয়ে দেওয়া হয় এবং পানির গভীরতা বুঝে পানির তলদেশ পর্যন্ত ডুবিয়ে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে জালটিকে হাত দিয়ে টেনে তোলা হয়, আর তাতেই উঠে আসে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। একই ভাবে বাঁশ তৈরি বানা দিয়ে পুরো খাল আটকিয়ে দোয়াইর দিয়ে মাছ ধরার ফাঁদ ফেলে মাছ ধরা হয়। এসব কারনে বর্তমানে দেশীয় প্রজাতির অধিকাংশ মাছ প্রায় বিলুপ্তির পথে। যে কারণে বর্ষার ভরা মৌসুমেও মাছের আকাল দেখা দিয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ বলেন, দেশীয় মাছ রক্ষায় উপজেলা প্রশাসন বদ্ধকর। খাল দখলমুক্ত রাখতে প্রতিনিয়তই আমরা অভিযান পরিচালনা করছি। এরই অংশ হিসেবে আজ পারকোনা-রাধাগঞ্জ খাল থেকে অবৈধ ভেসাল জাল ও বাঁশের গড়া অপসারণ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
# শেখ কামরুজ্জামান (রানা)
০১৭১৮০৬৬০১৮

إرسال تعليق