বিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর ৫৪ টি আমের চারা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে।
দিনাজপুর প্রতিনিধি
৯ সেপ্টেম্বর দিনাজপুরের বিরামপুর উপজেলার নরহরিপুর গ্রামের প্রবাসী মো. আতাউর রহমান এর আম বাগানে ৫৪ টি আমের চারা গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেন প্রবাসী আতাউর রহমানের স্ত্রী মোছাঃ মুক্তা বানু।
অভিযোগ সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে এই কর্মকাণ্ড ঘটিয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী। এতে প্রায় ৩৫ হাজার টাকা ক্ষতি হয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে বিরামপুর থানার তদন্ত ওসি মো. আতাউর রহমান এর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

إرسال تعليق