সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ২ সংবাদ কর্মীর সোহার্দপূর্ণ মত বিনিময়


আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী ( ফরিদ পুর) প্রতি নিধি 



বোয়ালমারীতে আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দুই সংবাদ কর্মীর সোহার্দপূর্ণ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৮নং শেখর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইজন চেয়ারম্যান পদপ্রার্থী এক অনুষ্ঠানে উপস্থিত থেকে অত্যন্ত সোহার্দপূর্ণ পরিবেশে মত বিনিময় করেন এবং একে অপরের সাফল্য কামনা করেন। উল্লেখ্য এই দুই প্রার্থী এলাকার বিশিষ্ট সাংবাদিক। 



বৃহস্পতিবার ২৫(সেপ্টেম্বর) ২০২৫ বোয়ালমারী উপজেলার তেলজুড়ি গ্রামের ১২৫ তম ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলায় উপস্থিত হয়ে জনগণের মাঝে দুই চেয়ারম্যান পদপ্রার্থী আত্মপ্রকাশ করেন। 


এরা হলেন, বিশিষ্ট সাংবাদিক, দৈনিক সময়ের প্রত্যাশা ও সাপ্তাহিক আগামীর প্রত্যাশার প্রকাশক/সম্পাদক, মুর্শিদ আহমেদ শিকদার লিটু এবং অপর প্রার্থী হলেন, মোঃ মনিরুজ্জামান। তিনি দৈনিক জাতীয় অগ্নিশিখা ও দৈনিক চৌকস প্রতিনিধি। 


দুই চেয়ারম্যান প্রার্থীই উপজেলার তেলজুড়ি গ্রামের দু'টি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। প্রার্থীদ্বয় উপস্থিত 


সকলের কাছে দোয়া চেয়ে আগামী ইউনিয়ন নির্বাচনী অংশ নেবার কথা জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন