মুন টাইমস নিউজে সংবাদ প্রকাশের পর রোকেয়া খাতুনের পাশে মামুন বিশ্বাস
আশিকুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মুন টাইমস নিউজে সংবাদ প্রকাশের পর বাবাহারা চার সন্তান নিয়ে অসহায়ভাবে জীবনযাপন করা রোকেয়া খাতুনের পাশে দাঁড়ালেন সমাজসেবক মামুন বিশ্বাস।
তাদের হাতে তুলে দেওয়া হয় একটি গরু, পরিবারের সকল সদস্যের জন্য নতুন জামা-কাপড় এবং দুই মাসের নিত্যপ্রয়োজনীয় বাজার সদাই। যা পেয়ে বেশ খুশি রোকেয়া খাতুন ও তার চার সন্তান।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাগাতি ইউনিয়নের বাবনঘিয়ালা গ্রামে চার সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপনের সংবাদের খোঁজ পেয়ে ছুটে যান সমাজসেবক মামুন বিশ্বাস। পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সহায়তার জন্য পোস্ট করলে সাড়া দেন অসংখ্য মানুষ। সেই সহযোগিতার অর্থ দিয়ে রোকেয়ার হাতে তুলে দেওয়া হয় একটি গরু, পরিবারের সকল সদস্যের জন্য নতুন জামা-কাপড় এবং দুই মাসের নিত্যপ্রয়োজনীয় বাজার সদাই। এছাড়াও অবশিষ্ট ২২ হাজার টাকা নগদ অর্থও রোকেয়ার হাতে তুলে দেন মামুন বিশ্বাস।
হঠাৎ করেই এত ভালোবাসা ও সহায়তা পেয়ে খুশিতে আত্মহারা রোকেয়া খাতুন ও তার চার সন্তান। তাদের মুখে ফিরে এসেছে সেই হারিয়ে যাওয়া হাসি।
অন্যদিকে, সন্তানদের লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়ে এক প্রবাসী নাহিদ ইসলাম প্রতিমাসে ২ হাজার টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন, যা পেয়ে স্বস্তি ও আনন্দে মুখে ফুটেছে সন্তানদের।
বাবাহারা চার সন্তানের পাশে সমাজ সেবক মামুন বিশ্বাসের দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসীরাও।
রোকেয়ার পরিবার এখন স্বপ্ন দেখে — সমাজের সবার ভালোবাসা আর সহায়তায় একদিন স্বাবলম্বী হয়ে সবার মুখে গর্বের হাসি ফোটাবে।
إرسال تعليق