সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



আগামীর বাংলাদেশ হবে তারেক জিয়ার স্বপ্নের বাংলাদেশ -সাত্তার 


নিজস্ব প্রতিবেদকঃ 

 মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সর্বাত্মক যুদ্ধের সম্মুখ সারির বীর মুক্তি যোদ্ধা, সম্মুখ সারী থেকে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। স্বাধীনতার পর দেশে যখন অরাজক পরিস্থিতি বিরাজ করছিল, খুন, রাহাজানি, চুরি- ডাকাতি নিত্যদিনের ঘটনা, মানুষ অনাহারে অর্ধারে দিন কাটাচ্ছিল, সেই রকম সময় দেশ পরিচালনার দায়িত্ব পান জিয়াউর রহমান। ভেঙে পড়া অর্থনীতি ও অরাজক পরিস্থিতিতে দেশর হাল ধরতে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নীত হয় এবং বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল। সুখী সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক উন্নত রাষ্ট্র গঠনের লক্ষে বিএনপিকে আবারো রাষ্ট্রক্ষমতা আনতে হবে। আগামীর বাংলাদেশ হবে তারেক জিয়ার স্বপ্নের বাংলাদেশ। 


১ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি পূর্ববর্তী আলোচনা সভায় গণমাধ্যম কর্মীদের নিকট রাজশাহী ৫ (পুঠিয়া - দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার এই আশাবাদ ব্যক্ত করেন। 


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারসহ সকল নাগরিক অধিকার হরণ করেছিল। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রবাস থেকে আওয়ামী ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। যার ফলস্বরূপ জুলাই আগস্টে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অবৈধ হাসিনা সরকারের পতন হয়েছে। আগামীর বাংলাদেশে শক্তিশালী অর্থনীতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিএনপি'র বিকল্প নেই। জনগনের কল্যাণে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

Post a Comment

أحدث أقدم