সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



বীরগঞ্জে তরুণদের মাঝে ফুটবল উপহার বিতরণ


গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি 

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় তরুণদের মাঝে ফুটবল উপহার তুলে দিয়েছেন বীরগঞ্জ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলার সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা রাশেদুন নবী বাবু।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদুন নবী বাবু বলেন, তরুণরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ। ক্রীড়ার মাধ্যমে তারা যেমন সুস্থ দেহ-মন গড়ে তুলতে পারবে, তেমনি সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে পারবে। আমি বিশ্বাস করি, খেলাধুলায় তরুণদের সম্পৃক্ততা আগামী প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।


এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দিনাজপুর জেলা উত্তরের সভাপতি মাওলানা মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ পৌর শাখার আমির সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মোসাদ্দেক হোসাইন; উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ও পৌর শাখার সাবেক সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম রিজু, পৌর শাখার ২ নং ওয়ার্ড সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম রেজা, পৌর শাখার ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন