সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



ভোলার লালমোহনে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু


ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার জামে মসজিদে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। যোহরের নামাজের সময় জামাতে নামাজ আদায়রত অবস্থায় হঠাৎ এক মুসল্লি মৃত্যুবরণ করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি রংপুর থেকে ভোলায় এসেছিলেন ইসলামের জ্ঞান অর্জন ও দাওয়াতি কাজে অংশ নিতে। তিনি আল্লাহর রাস্তায় বের হয়ে জামে মসজিদে জামাতে নামাজ পড়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যেই মৃত্যুবরণ করেন।


স্থানীয়রা বলছেন, নামাজরত অবস্থায় মৃত্যু অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা এই মর্যাদা দান করেন। মুসল্লিরা ঘটনাস্থলেই তার জন্য দোয়া করেন।


মসজিদের ইমাম জানান, জীবনের শেষ মুহূর্তে নামাজরত অবস্থায় মৃত্যু পাওয়া একজন মুসলমানের জন্য বড় নেয়ামত। এটি নিঃসন্দেহে আল্লাহর বিশেষ রহমত।


মহান আল্লাহ তায়ালা এই ভাগ্যবান মানুষটিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন—এ দোয়া করেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।


ভোলা, লালমোহন এ-র প্রতিনিধি জুবায়ের হাসান

Post a Comment

নবীনতর পূর্বতন