সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির উদ্যোগে আনুষ্ঠানিক সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত 


স্টাফ রিপোর্টার

বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির উদ্যোগে

 আনুষ্ঠানিক সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

 ১লা সেপ্টেম্বর সোমবার উপজেলা প্রশাসনের হাওর বিলাস প্রাঙ্গণে শিশুদের সাঁতার শেখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন 

বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস ইনচার্জ আলী হায়দার।

এতে এলাকার অনেক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী, জমিয়তে উলামে ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি আবুল কাশেম সাঈদ, প্রমূখ।তাহিয়া একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক শফিউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে তাদের আত্মরক্ষা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিপায়। এছাড়াও যে কোন প্রশিক্ষণ জীবনের লক্ষপানে এগিয়েযেতে বিরাট ভূমিকা রাখে।

তাহিয়া একাডেমির এ উদ্যোগ স্থানীয় ভাবে প্রশংসিত হয়েছে।একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক শফিউল আলম জানান এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এবং সুনামগঞ্জ শহরে অতি দ্রুত সময়ের মধ্যে সাতাঁর প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Post a Comment

أحدث أقدم