সন্ধানে বাংলাদেশ সংবাদ



 জাতীয় সাংবাদিক সংস্থার শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত।। 



জাকির হোসেন হাওলাদার। 

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :




জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা ২৭ সেপ্টেম্বর সনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস ছালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জুলাই গণঅভ্যুত্থান শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় এর মা সামসি আরা জামান। বিশেষ অতিথি ছিলেন মোঃ আনিসুর রহমান, ডিরেক্টর, এটিএন এমসিএল এবং জুলাই গণঅভ্যুত্থান শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব এর ভাই আবুল আহসান মোঃ আশরাফ। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার।

 শুরুতেই অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়। এক উজ্জ্বল ও আবেগঘন পরিবেশে অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন এবং সংগঠনের আদর্শ, ঐতিহ্য ও সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করে জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সাংবাদিক আলহাজ্ব ফিরোজ আহমেদ সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা শাখা তার বক্তব্যে অধিকার আদায়ে এবং সাংবাদিকদের সুরক্ষা আইন প্রনয়নের ক্ষেত্রে অধিকতর ঐক্যের আহ্বান জানান।

সভায় জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার গুরুত্বের ওপর আলোকপাত করেন।সহ-সভাপতি আবুল বাশার মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশের কল্যাণে সৎ, নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। তিনি সংগঠনের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা সংগঠনের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমির হোসেন তাঁর বক্তব্যে সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহেই সীমাবদ্ধ না থেকে সমাজে ক্রিয়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। তিনি সাংবাদিকদের মানসিক উৎকর্ষ ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে পেশাগত দায়িত্ব আরও সুন্দরভাবে পালনের আহ্বান জানান।প্রচার সম্পাদক এম হোসাইন আহমেদ বলেন, সাংবাদিকতার প্রতিটি কার্যক্রমকে সমাজের সামনে ইতিবাচকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি। তিনি সংগঠনের প্রতিটি কর্মসূচি ও কার্যক্রমকে গুরুত্বসহকারে প্রচার করার জন্য সকলে উদ্যোক্ত ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রথম মহাসচিব ও প্রতিষ্ঠাতা প্রবীণ নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ, দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আগত নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁরা নবগঠিত নির্বাহী পরিষদের হাতে সাংবাদিক সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে এক আবেগঘন দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং নবগঠিত নির্বাহী পরিষদের সফলতা ও সাংবাদিক সমাজের সার্বিক মঙ্গল কামনা করা হয়।পরে সভাপতি মোছাঃ আছিয়া আক্তার জানান, অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মোঃ আলতাফ হোসেন এর কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতি, অতিথিদের মূল্যবান বক্তব্য এবং নবগঠিত পরিষদের অঙ্গীকারের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার শপথ গ্রহণ ও পরিচিতি সভা একটি বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে পরিণত হয়।।#


জাকির হোসেন হাওলাদার। 

দুমকী, পটুয়াখালী।

Post a Comment

أحدث أقدم