সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 


ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর রবিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ জেলার উপজেলাসমূহের রাজস্ব আদায়, ইজারা প্রদান, মামলার অগ্রগতি এবং রাজস্ব সম্পর্কিত সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনামূলক পরামর্শ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

Post a Comment

أحدث أقدم