সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



বোয়ালমারীতে একটি দাখিল মাদ্রাসার নির্বাচন বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগে স্থগিত 



আব্দুল মতিন মুন্সী 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পূর্ব ভাটদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নির্বাচন-২০২৫ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসীসহ শিক্ষার্থী অভিভাবক সদস্য ভোটার তালিকায় অনিয়ম, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিভিন্ন দূর্নীতির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ জালাল উদ্দিন লিখিত ভাবে নির্বাচন স্থগিত করে একটি চিঠি অত্র প্রতিষ্ঠানে পাঠান বলে প্রতিষ্ঠানের সুপার মোঃ ইলিয়াস মোল্লার মাধ্যমে জানা যায়। ১৫ সেপ্টেম্বর -২০২৫ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ স্থগিতাদেশ দেন বলে জানা যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ম্যানেজিং কমিটি নির্বাচন একই অভিযোগে স্থগিত হয়েছিল। স্থানীয় সূত্রে আরও জানা যায়, মাদ্রাসা সুপার নির্দিষ্ট একটি পক্ষকে জেতানোর জন্যই পরিকল্পিতভাবে এ ধরনের অনিয়ম করে থাকে।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রতিষ্ঠানের সুপার মোঃ ইলিয়াস মোল্লা সুকৌশলে এড়িয়ে যায়। তফসিল ফরম অনুযায়ী পূর্ব ভাটদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৫ অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় ২৪ আগস্ট -২০২৫ তারিখে তফসিল ঘোষণা করে। মনোনয়ন পত্র বিতরণ ও জমাদানের তারিখ ৩১ আগস্ট -২০২৫ হতে ২ সেপ্টেম্বর-২০২৫ পর্যন্ত সময় দেওয়া হয়।মনোনয়ন পত্র যাচাই এবং বৈধ তালিকা প্রকাশ ৪ সেপ্টেম্বর-২০২৫ এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় দেওয়া হয় ৭ সেপ্টেম্বর-২০২৫ তারিখ। ২১ সেপ্টেম্বর-২০২৫ তারিখে নির্বাচন হবে মর্মে তফসিল ঘোষণা করা হয়। 

পূর্ব ভাটদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৫ এর নির্বাচনের তফসিল ঘোষণা করিলে দেখা যায়, তফসিল ঘোষণার পূর্বে খসড়া ভোটার তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ না করিয়া ১৩ আগস্ট-২০২৫ তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। চুড়ান্ত ভোটার তালিকা হাতে পেয়ে অভিভাবক সদস্য পদপ্রার্থী, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সরেজমিনে গিয়ে তদন্তকালে দেখতে পায় ৫ বছর আগে মৃত ব্যক্তিকে ভোটার, দ্বৈত ভোটার,একই শিক্ষার্থীর বাবা-মা উভয়ই ভোটার করাসহ বিভিন্ন অনিয়ম ও অসংগতি পরিলক্ষিত হয়।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবক সদস্য ও এলাকাবাসী জানান,প্রতিবারই মাদ্রাসার সুপার এই ধরনের অনিয়ম ও দূর্নীতি করে থাকে।

মহিলা অভিভাবক সদস্য পদপ্রার্থী শিখা বেগম অভিযোগ করে বলেন, আমাকে না জানিয়ে প্রার্থীতা প্রত্যাহারপত্রে স্বাক্ষর করিয়ে নেন মাদ্রাসা সুপার মোঃ ইলিয়াস মোল্লা। 


বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী বলেন, ভোটার তালিকায় কিছু অসংগতি ও জটিলতা থাকার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।


মাদ্রাসা সুপার মোঃ ইলিয়াস মোল্লাকে অনিয়ম ও অসংগতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ ধরনের অনিয়ম, দূর্নীতি সম্পর্কে আমার জানা নেই বলে দায় এড়িয়ে যায়।

Post a Comment

أحدث أقدم