রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন কেন্দুয়ার ছেলে শামীম আহমেদ (রুকেল)
মোঃ মোফাজ্জল হোসেন (কেন্দুয়া) নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামের কৃতি সন্তান জাতীয় বীর রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন শামীম আহমেদ (রুকেল)।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার নির্বাহী অফিসার ডা.এমদাদুল হক তালুকদার এবং ফায়ার সার্ভিসের কর্মীরা
নেত্রকোনা জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্যঃ-গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে গুরুতর আহত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নেত্রকোণা জেলা কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামের মাইজপাড়া বড় বাড়ির সন্তান শামীম আহমেদ (রুকেল)।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ২টা ৫০ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শামীমের মৃত্যুর খবর তাঁর ছোটবেলার বন্ধু প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়া নিশ্চিত করেছেন।
প্রায় ২২ বছর ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত শামীম জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপণ ও মানুষের জানমাল রক্ষার কাজে নিবেদিত ছিলেন। দায়িত্ব পালনের সময়ই তিনি ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
শামীমের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে তাঁর গুরুতর অসুস্থতার খবর প্রথম ফেসবুকে জানিয়ে দোয়া কামনা করেছিলেন প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

إرسال تعليق