উলিপুরে পারিবারের ভার সোচল রাখতে না পারায় গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের পিতার আ*ত্মহ*ত্যা
মাইনুল ইসলাম,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল হালিম (৩৮)। তিনি ওই এলাকার মৃত ইছব আলীর পুত্র এবং দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার পর বাড়ির পেছনে সুপারির বাগানের শেষ প্রান্তে একটি আম গাছের প্রায় ১০-১২ ফুট উচ্চতায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি গ্রামবাসী ও পুলিশকে জানানো হয়।
গ্রামবাসীরা জানান, হালিম শান্ত-শিষ্ট মানুষ ছিলেন। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। এনজিও ছাড়া কারো কাছে তিনি ঋণগ্রস্তও ছিলেন না। পারিবারিক দায়-দায়িত্ব সামলাতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “নিহতের স্ত্রী সেলিনা বেগম থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই নিশ্চিত হওয়া গেছে। এতে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।”
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন